রবিউল ইসলাম ,শ্যামনগর। । শ্যামনগর উপজেলার মানিকখালী মন্দিরের বরাদ্দকৃত ত্রাণের চাল ভূয়া তালিকা দিয়ে আত্মসাৎ চেষ্টা বন্ধ করতে মন্দির কমিটির সেক্রেটারী মানিকখালী গ্রামের মৃত বসুদেব গায়েনের পুত্র বীরেন্দ্র নাথ গায়েন উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকটে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের সব চেয়ে বড় মন্দির হচ্ছে মানিকখালী মন্দির। প্রতি বছর সরকার থেকে দুর্গাপূজায় এই মন্দিরে ৫০০ কেজি জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। মন্দিরে চাল বরাদ্দের জন্য পূজা উদ্যাপন কমিটির সেক্রেটারী এড. কৃষ্ণপদ মন্ডল শ্যামনগর উপজেলার মন্দির সমুহের তালিকা প্রদান করেন। চলতি বছর মন্দির সমুহের তালিকা প্রদান করতে যেয়ে তালিকায় রমজাননগরের মন্দির সমুহের তালিকার ভেতর ভূয়া নাম দিয়ে চাল আত্মসাতের চেষ্টা করলে বিষয়টি মানিকখালী মন্দির কমিটির নজরে আসে। তখন মানিকখালী মন্দির কমিটির লোকজন এড. কৃষ্ণপদ মন্ডলের সাথে দেখা করলে তিনি মানিকখালী মন্দির কমিটির তালিকা অনুমোদিত বলে স্বাক্ষর করে মন্দির কমিটির কাছে ৫ হাজার টাকা দাবী করেন। মন্দির কমিটি টাকা দিতে অস্বীকার করলে তিনি তার স্বাক্ষর কেটে দেন। কিন্তু উক্ত কমিটির তালিকায় তার নিজ হাতে কমিটি অনুমোদিত লেখা আছে। অভিযোগে তারা আত্মসাতের চেষ্টা বন্ধ করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী করেন। ঘটনার বিষয়ে শ্যামনগরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মানিকখালী পূজা মন্দিরের সেক্রেটারী বিরেন্দ্র নাথ গায়েন বলেন, বিগত কয়েক বছর যাবৎ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে উপজেলার ৬২টি মন্দিরের অনুকূলে দেওয়া জিআর এর ৫০০ কেজি চালের তালিকার ভিতরে মানিকখালী সার্বজনীন পূজা মন্দিরের নাম আছে এবং আমরা উক্ত চাল পেয়ে আসছি। শ্যামনগর পূজা উদ্যাপন কমিটির সেক্রেটারী এড. কৃষ্ণপদ মন্ডল বলেন, আমি উক্ত কমিটির তালিকায় অনেক ভীড়ের মধ্যে স্বাক্ষর করে ছিলাম। পরবর্তীতে সিল মারার সময় দেখতে পাই কমিটির তালিকায় সার্বজনীন পূজা মন্দির লেখা। এ কারণে আমি স্বাক্ষর কেটে দিয়ে ছিলাম। পরবর্তীতে তাদের রেজুলেশনের কপি আনতে বলে ছিলাম কিন্তু নিয়ে আসিনি। তাছাড়া আমার উপর আনিত অভিযোগটি সত্য নয়।




Leave a Reply

Your email address will not be published.