ফজলুল হক উপকূলীয় প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামে অচাষকৃত উদ্ভিদের পাড়া মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ এপ্রিল রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে বারসিকের সহযোগিতায় অচাষকৃত উদ্ভিদের নতুন প্রজন্মের মাঝে পরিচিতি,সংরক্ষন,ব্যবহার ও সম্প্রসারণের জন্য পাড়া মেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অচাষকৃত উদ্ভিদের পাড়া মেলায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সদস্য গৌতম কুমার মন্ডলের সঞ্চালনায় ১৫৩ নং কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য উৎপাল জোয়ারদার, ১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিপা রানী চক্রবর্তী, উপজেলার জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিকের অঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথী পাল,কর্মসূচি কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, বাবলু জোয়ারদার, মফিজুর রহমান,বিশ্বজিত কুমার মন্ডল,বিধান মধু,মনিকারানী পাইক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

অচাষকৃত উদ্ভিদের পাড়া মেলায় অতিথি দের বিচার বিশ্লেষনে সর্বচ্ছ ১৩৩ প্রকার উদ্ভিদ কুড়িয়ে নিয়ে এসে প্রথম স্থান অধিকার করেন ছন্দা মন্ডল, ৯১ প্রকার নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন প্রশান্ত কুমার মন্ডল, এবং ৪৭ প্রকার নিয়ে এসে তৃতীয় স্থান অধিকার করেন লতা রানী মন্ডল।
অচাষকৃত উদ্ভিদের গুলো কলমীশাক,গিমে,কেশরী,হেলেঞ্চা,আমরুল,নোনতা,গুলঞ্চ,মালঞ্চ বউনটি,পিপূল,কানাই,আদাবরন,নাকফুল,কলম,হাতকলমী,কুলপি,পুদিনা,কচু,থানকুনি,ঘুমশাক,দুধশাক,নলডাটা,সেনচি,ওড়ল,তেলাকুচা,নলডাটা,শান্তি,বেতো,পাপড়া,গাদল,চতুরা,গলগটে,কলমি,কোয়েক,ওড়া.চেচোরমুল,পাথরকুচি,সিসআকন্দ,বামনআটি, বাকস,আকন্দ, ডুমুর,তুলসি,ইশানমুল, বনমুলা,নিলেরঝিল,বেড়াসেজি, বাবলা,রাখালচুটকি, ঘৃতকুমারী, কলাবতী,ধুতরা, শিমুল মুল,বাবরি, মনসাসেজি, সর্প,পালতে,মাদার,তিতবেগুন,জিবলী,কাপাস, কলা, ছোটজাম,নিম, তেতুল,ষষ্টিবট,শিববট, হাতিশুড়, দাতপটন,পিটুলী,অশ্বগন্ধা,বানভশম, কালেমঘা, বিশল‍্যাকরনী,অপরাজিতা,কলিয়ালতা, নিমুখ, মধুমালতি,অনন্তমুল,পরগাছা,নয়নতারা, রক্তজবা,সন্ধ‍্যামালতি,টগর,কলাবতি,লালহলুদ, কৈলাস,হরকোচা, মনসাসেজি,জেষ্টমধু, চন্দন গেওয়া,বাইন, বাশফুল, কানাল,নল,হেনা,জগডুমুর,হলুদ,নিষিন্দা, পরশপিপুল,নেষ্টা পাতি,ঘেরাকলমি বাবুই মহানিম আলতাপড়া,দুর্বা, বল, মেহেন্দি, গোলতামাক,সেরা, দাদাপাতা, নল,কাটবাদাম, লালহেননা,খেজুর,বাউসুল ,পাতাসেজি, বিলঘাস,যদুপালন,পাতি,কুলঘাস,ছাপনাঘাস, নলডাটা,কাকসেল, অর্জুন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *