সমাজের আলো : কৈখালি ও রমজাননগর ইউনিয়নের সংযোগ ব্রিজের নিচে র‌্যাবের উপর হামলার ঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা করা হয়েছে। সরকারি কাজে বাঁধা দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করেছে র‌্যাব এ মামলা দায়ের করেছেন ।রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুনের নেতৃত্বে উক্ত হামলা হয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, মোঃ ইউনুস আলি, মোঃ মুজিবুল, হজরত আলি, প্রদিপ, ফজের আলি, শেখ আলম সহ অজ্ঞত আরও ৩০/৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শ্যামনগর থানা ওসি তদন্ত মোহাম্মদ শহিদুল্যাহ এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি তদন্ত মোহাম্মদ শহিদুল্যাহ বলেন, র‌্যাব বাদি হয়ে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে এনে একটি মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনের নেতৃত্বে হামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ওসি তদন্ত আরও বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক কোন প্রকার ছাড় দেওয়া হবে না। জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদার নেতৃত্বের শ্যামনগর থানা পুলিশ আসামি ধরতে ব্যপক তৎপর। আজ সোমবার সকালে ইউপি চেয়ারম্যান শেখ আল মামুনকে আদালতে প্রেরণ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.