রবিউল ইসলাম : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামস্থ গোডাউন মোড় জামে মসজিদ এর পাশে অবৈধ অস্ত্র ও গুলি/মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়ের সময়ে একজন মহিলা সহ দুই জনকে আটক করা হয়েছে। জানা গেছে, ২২ জুন মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন ইসমাইলপুর গ্রামস্থ গোডাউন মোড় জামে মসজিদ এর পাশে কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি/মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টা করলে, র‌্যাবের সদস্যদের বিশেষ কৌশলে উপজেলার কৈখালী গ্রামের পিতা-মৃত ছাকাত মল্লিকের ছেলে মোঃ রফিক মল্লিক(৫৭), মোঃ রফিক মল্লিকের স্ত্রী মোছাঃ ফিরোজা বেগম(৪৫)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) রাউন্ড কার্তুজ, ০১ টি মোটরসাইকেল, ০২ টি মোবাইল ফোন, ০৪ টি সীমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় অস্ত্র ও গোলাবারুদ আইনে মামলা দায়ের করা হয়।




Leave a Reply

Your email address will not be published.