সামাজের আলো:  সোমবার সকাল ১১টায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস্ এর আয়োজনে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড (এএলআরডি) এর সহযোগিতায় ও অর্থায়নে সামস্ এর প্রশিক্ষণ কক্ষে। জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সামস এর নির্বাহী পরিষদের সভাপতি গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে, প্রধান অতিথি প্রভাত মুন্ডা সহকারী শিক্ষক বড়বাড়ী বলেন, তালা, কয়রা, ও শ্যামনগরের যুবদের একেত্র করলে ভালো হত। এটি একটি ভাল প্লাটফর্ম। বিশেষ অতিথি উজ্জল মুন্ডা বলেন যুব সম্প্রদায় একটা বিশেষ ভুমিকা পালন করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আদিবাসী যুব সমাজ যদি এভাবে নিজের সমাজের জন্য কাজ করে তাহলে এগিয়ে যাওয়া সম্ভব। সভায় আরও বক্তব্য রাখেন সামসের সহসভাপতি রামপ্রসাদ মুন্ডা, সহ যুবনেত্রী বৃন্দ। সমগ্র আলোচনা সভায় সঞ্চলনা করেন সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *