সমাজের আলো : শ্যামনগর উপজেলার কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনে প্রশাসনের কাছে ছাত্রী অপহরণকারী, নির্যাতনকারী ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী প্রতিবাদ করেন। মানবন্ধনে উপস্থিত বক্তারা বিদ্যালয়ে শিক্ষার্থীদের চলাফেরায় ইভটিজিং ও প্রতিবন্ধকতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উক্ত ঘটনায় আটককৃত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান বক্তারা। উক্ত মানবন্ধনে সংহতি প্রকাশ করেন বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থা। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক এলাহী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, অধ্যাপক ইদ্রিস আলী, নকশীকাঁথা মহিলা উন্নয়ন সংস্থার চন্দ্রিকা ব্যানার্জী, নেকজানিয়া বিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দীন আহমেদ, সাংবাদিক বেলাল হোসেন, আসাদুজ্জামান মধু,আঃ হান্নান প্রমুখ। মানববন্ধনটি পরিচালনা করেন জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসেন। উল্লেখ্য শ্যামনগর উপজেলার কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী এক ছাত্রীকে গত ১১ এপ্রিল রাতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিবযোগ্য শেষে বাড়ি ফেরার পথে গতিরোধ করে মুখ চেপে ধরে নিয়ে বুড়িগোয়ালিনী কৃষ্ণ মন্দিরের পিছনে নিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষক রাকেশ বাইন ও রাহুল চৌকিদার। এ প্রসঙ্গে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, “ধর্ষক রাকেশ বাইনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামীকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে”।




Leave a Reply

Your email address will not be published.