সমাজের আলো: শ্যামনগর উপজেলা সদরে শতবর্ষী নকিপুর সরকারি হরিচরণ (এইচসি) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জায়গা নিজ নামে ইজারা নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগ ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ড. মুহাঃ আব্দুল মান্নানের বিরুদ্ধে। এ ঘটনায় স্কুলের প্রাক্তন ছাত্র মোঃ রহমত আলী ইজারা বাতিলের দাবিতে সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছেন। অভিযোগে রহমত আলী বলেন, প্রধান শিক্ষক ড. মুহাঃ আব্দুল মান্নান বিদ্যালয়ের সীমানা প্রাচীরের মধ্যে সংরক্ষিত জায়গা জেলা পরিষদ কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে নিজ নামে ইজারা নিয়ে আত্মসাতের চেষ্টা করছেন। বিদ্যালয়ের সৌন্দর্য্য ও ভাবমুর্তি ক্ষুন্ন হবে। অভিযোগে তিনি আরও বলেন, কোন সরকারী কর্মচারী সরকারের অনুমতি ব্যতীত গৃহ বা দালান কোঠা নির্মাণ করতে পারবে না। প্রধান শিক্ষক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের শতবছরের ভোগদখলীয় জায়গা নিজ নামে ইজারা নিয়ে বানিজ্যিকভাবে মার্কেট নির্মাণ করছেন। শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. আতাউল হক দোলন সাংবাদিকদের বলেন, ইজারা বাতিলের জন্য জেলা পরিষদ চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ইতোমধ্যে মার্কেট নির্মাণের কাজ বন্ধ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *