রাকিবুল হাসান : ৩০শে ডিসেম্বর ২০২১ বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা হরিনাম সেবাশ্রমের মাঠে ৪ শতাধিকের বেশি খামারীদের নিয়ে “ দুগ্ধ খামারীদের আর্তসামাজিক উন্নয়ন” এর উপরে বিশাল আলোচনা সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি জনাব নজরুল ইসলাম বাবলু, সহ সভাপতি (মহিলা)উত্তরাঘোষ, সাধারণ সম্পাদক দুলাল অধিকারি, সাংগঠনিক সম্পাদক মো ইয়াছিন আলী, সাংবাদিক পীযুষ বাউলীয়া পিন্টু সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিরা। কিভাবে সঠিক ব্যাবস্থাপনার মাধ্যমে খামারকে লাভবান করা যায়, কিভাবে খামারের খরচ কমিয়ে ইনকাম বাড়ানো যায়, কিভাবে সঠিক জাত উন্নয়নের মাধ্যমে অধিক দুধের গাভী তৈরি করা যায়, কিভাবে সহজে খামারি সংগঠনের মাধ্যমে খামারিদের ট্রেনিং, কম মূল্যে গো-খাদ্য, ভালো দামে দুধ বিক্রয় সহ বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা যায় এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী বলেন ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উত্তরণের লক্ষ্যে এই সংগঠন ডেইরি শিল্পে উদ্দোক্তা তৈরি কাজ করে যাচ্ছে, এই সংগঠন খামারিদের কল্যানে ও তাদের আর্থসামাজিক উন্নয়নে এবং জনগনের জন্য নিরাপদ প্রানিজ প্রোটিন তথা মাংস ও শিশু খাদ্য দুধ উৎপাদনে কাজ করছে। এই সংগঠন খামারিদের দুধের দাম বৃদ্ধি করা, খামারিদের উন্নত মানের প্রশিক্ষণ প্রদান করা, গো খাদ্যর দাম কমানো ও অভিঙ্গ ভেটেনারি ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা প্রদান সহ আরও অন্যান্য উদ্দোগ নিয়ে কাজ করছে।




Leave a Reply

Your email address will not be published.