সমাজের আলো : শ্যামনগর থানার কনস্টেবল কায়েস এর বিরুদ্ধে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এর কাছে লিখিত অভিযোগ করেছেন বাদঘাটা গ্রামের আব্দুর সালাম। ১০ অক্টোবর গতকাল সন্ধ্যায় আব্দুস সালাম এর পুত্র অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ সাদমান আল মাহিন(১৩) কে নিজ বাড়ির সামনে থেকে কনস্টেবল কায়েস, মাইক্রো ড্রাইভার সালাউদ্দিন ও মামুন এসে উঠিয়ে নিয়ে যায়। বাদঘাটা গ্রামে ফতেমা বেগমের বাড়ির সামনে রাস্তার উপরে কনস্টেবল কায়েস ও সালাউদ্দিন ড্রাইভার তাকে বেপরোয়া মারপিট করে। কিশোর বয়সের ছেলেটিকে বেপরোয়া মারপিট করার স্থানীয় এলাকাবাসী ছেলেটির অপরাধ কি যানতে চাইলে কনস্টেবল কায়েস স্থানীয়দের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এলাকা বাসীর প্রতিবাদের মুখে ছেলেটির ছেড়ে দিয়ে তারা চলে যায়। মাহিমের বাড়ির সামনে বাড়িতে ড্রাইভার সালাউদ্দীন তার ২য় স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলো। ওই বাড়িতে কয়েক বার অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটার অভিযোগ করেন এলাকা বাসী। মাহিম খোলা জানালা দিয়ে উকি মারছিল বলে জানাযায়।

মাহিমের বাবা আঃ সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ এর কাছে কনস্টেবল কায়েসের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন। অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বাদীকে কনস্টেবল কায়েসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন । এলাকা বাসী কনস্টেবল কায়েসের বিরুদ্ধে একের পর এক হয়রানির অভিযোগ তোলেন।




Leave a Reply

Your email address will not be published.