শ্যামনগরের সব শ্রেণী-পেশার মানুষ আইনি সহায়তার প্রয়োজনে কারও সুপারিশ ছাড়াই থানায় এসে তার অভিযোগ জানানোর সুযোগ পাবে। আইনের মধ্যে থেকে প্রত্যেক সেবা প্রার্থীকে সম্ভব সব ধরনের আইনগত সহায়তা দেয়া হবে। জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে শ্যামনগর থানা পুলিশ উদাহরন সৃষ্টি করবে এই প্রত্যাশা রাখি। শ্যামনগরে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল কর্তব্যরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি আরও বলেন, রাষ্ট্রের সেবক হিসেবে আমি রাষ্ট্রের জনগনের সেবা করতে চাই। ধনী, গরীব কোন বৈষম্য থাকবে না, সবার প্রতি সম্মান ও সমমুল্যায়ন নিশ্চিত করা হবে। তিনি আরও জানান মাদক নিয়ন্ত্রনে তার ভুমিকা ‘জিরো টলারেন্স’ থাকবে। অন্যায় করে যেমন কেউ পার পাবে না, তেমনি কারও উপর অন্যায় হলে বিষয়টি তাৎক্ষনিকভাবে তাকে অবহিত করারও অনুরোধ করেন নবনিযুক্ত এ পুলিশ কর্মকর্তা। বালিকা বিদ্যালয় সমুহের আশপাশে উঠতি বয়সীদের আড্ডা সহ ইভটিজিং, জুয়া, সড়কে টিনএজারদের বেপরোয়া বাইক চালানো নিয়ন্ত্রনে তিনি ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম, আকবর কবীর, সাধারন সম্পাদক জাহিদ সুমন, সিনিয়র সাংবাদিক গাজী সালাউদ্দীন বাপ্পী, আলহাজ্ব শেখ আফজালুর রহমান, আলহাজ্ব সামিউল মনির, আলহাজ্ব আবু কওছার, এস কে সিরাজ, আবু সাঈদ, ডাঃ তপন কুমার বিশ্বাস, সরদার সিদ্দিক, মোস্তফা কামাল, কামরুজ্জামান, জি,এম, মুনসুর আলম, আনিসুজ্জামান সুমন,আব্দুল কাদের, আবুল হোসাইন, সামিউল ইসলাম মন্টি, নির্মল ঘোষ প্রমূখ ।
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.