রবিউল ইসলাম: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়ি গোয়ালিনীতে জমি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মহিলার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগে উঠেছে। অভিযোগ, উপজেলার বুড়িগোয়ালিনীর দাতিনাখালি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী শামছুন্নাহারের কাছ থেকে কয়েক মাস আগে কলবাড়ীর আরশাদ গাজীর ছেলে জমির দালাল মুকুল হোসেন বুড়িগোয়ালিনী গ্রামের পঞ্চানন মন্ডলের কাছ থেকে ১ বিঘা জমি কিনে দেওয়ার জন্য অগ্রিম ৫০ হাজার টাকা নেন। কিন্তু পরবর্তীতে জমি কিনে না দিয়ে মুকুল হোসেন তালবাহানা করতে থাকেন এবং পঞ্চানন জমির কাগজপত্রে সমস্যা আছে বলে জানান। শামছুন্নাহার জানান, দীর্ঘদিন ধরে স্বামী সন্তান নিয়ে ভারতে ফুটপথে কাজ করে টাকা ম্যানেজ করে জমি কিনে বাড়ি করার আশায় টাকা দিয়েছিলাম। জমি দেওয়া তো দূরের কথা টাকা চাইতে গেলে সে এখন হুমকি ধামকি দিচ্ছে। টাকা ফেরত পাওয়ার জন্য তিনি বাদী হয়ে মুকুল ও পঞ্চাননের বিরুদ্ধে ৫/৮/২০ তারিখে স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে জানতে মুকুল হোসেনের মোবাইল ফোনে (০১৭১০০৩১০৬৯) একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে, অভিযোগের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, টাকা পাওয়ার বিষয়টা আমরা জানি। মুকুলের কাছে টাকা চাওয়া হয়েছিল। কিন্তু বিভিন্নভাবে সময় নেয়। টাকা দেয় না, তালবাহানা করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *