রবিউল ইসলাম: শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক প্রার্থীর কাছ থেকে শিক্ষক নিয়োগের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় দুটি মামলাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে ৫ জানুয়ারি পত্রিকার বিজ্ঞাপন প্রকাশ করা হয় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ১জন লোক নিয়োগ করা হবে। উক্ত পদে নিয়োগের জন্য দাতিনাখালী গ্রামের সিরাজুল ইসলামের কন্যা শরীফা খাতুন আবেদন করেন। গত ১৫ জুলাই নিয়োগ পরীক্ষার জন্য তারিখ নির্ধারিত হয় যা পোস্ট অফিসের মাধ্যমে প্রবেশপত্র পেয়ে অবগত হন। কিন্তু অনিবার্য কারণ বশত উক্ত তারিখে পরীক্ষা বাতিল হয়। গত ১২ মার্চ পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরে বিজ্ঞপ্তি মারফাত তিনি জানতে পারে পূর্বের আবেদনকারীদের আবেদন করার প্রয়োজন নেই। ৮ সেপ্টেম্বর পুনরায় নিয়োগ পরীক্ষা তারিখ নির্ধারিত করা হলেও অথচ আজ পর্যন্ত তিনি প্রবেশপত্র পাননি। ইতিমধ্যে প্রধান শিক্ষক মৃণাল কান্তি কাছে মোবাইলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। পরবর্তীতে শরীফা খাতুনসহ তার স্বামী সরাসরি স্কুলে প্রধান শিক্ষক ও ঐ স্কুলের শিক্ষক মো. তাইজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তার কাগজপত্র সঠিক নেই বলে বিভিন্ন তালবাহানা করতে থাকে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে জানতে পারেন মোটা অংকের টাকার বিনিময় স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস ও স্কুলের শিক্ষক তাইজুল ইসলাম জনৈক এক ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। উক্ত নিয়োগে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগে নিয়োগ বাতিলের জন্য মামলা নং-১৪০/১৭, ৯ অক্টোবর একটি মামলা দায়ের করা হয়। মামলার পরে উক্ত নিয়োগ বাতিল হয়। এরপর ১৫ জুলাই পুনরায় পত্রিকায় নিয়োগ দিলে স্কুল প্রধান শিক্ষক ও শিক্ষক তাইজুল ইসলাম আবার নিয়োগ বাণিজ্যে মোটা অংকের টাকা আত্মসাৎ করে। পুনরায় নিয়োগ বাতিলের জন্য বিজ্ঞ শ্যামনগর সিনিয়র সহকারী জজ আদালত, সাতক্ষীরায় মো. সাইফুর রহমান বাদী হয়ে দাং-৮১/২০, ৩ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করা হয়। বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে বার বার নিয়োগ বাণিজ্যে মোটা অংকের টাকা আত্মসাৎ ও প্রার্থীর বিভিন্নভাবে হয়রানী, তাদের কাছে টাকা দাবী করে স্কুলের প্রধান শিক্ষক। উক্ত শিক্ষক তাইজুল ইসলাম নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বর্তমানে প্রায় কোটিপতি। মুনসুর সরদারের গ্যারেজের পাশে আলিশান বাড়ি, পোষাক, জুতা ব্যবহার করে। এছাড়া প্রধান শিক্ষক মৃণাল কান্তি নিয়োগ বাণিজ্যের মাধ্যমে উপার্জিত অবৈধ অর্থ ভারতে পাচার করে। তার ছেলেরা ভারতে থাকায় ফলে প্রধান শিক্ষক দেশের টাকা ভারতে পাচার করে সেখানে বাড়িঘর নির্মাণ করে যাচ্ছে। বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ে এই নিয়োগ বাণিজ্যে প্রধান শিক্ষক মৃণাল কান্তি ও স্কুলের শিক্ষক তাইজুল ইসলাম যে টাকা আত্মসাৎ করেছে সে বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এবিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি ও সহকারী শিক্ষক তাইজুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে মঙ্গলবার কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *