রাকিবুল হাসান : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন রাতের আধারে জমি দখলের অভিযোগ উঠেছে। জয়নগর এলাকায় মিজানুর রহমানের দখলীয় সম্পত্তিতে এ হামলা চালায় বলে তার পরিবারের পক্ষ থেকে জানিয়েছে। মিজানুর রহমান এর স্ত্রী মোনোআরা বলেন রবিবার গভীর রাতে জয়নগর গ্রামের এলোম বক্স গাজীর পুত্র ইলিয়াস হোসেন ও আবদুল্লাহ, কৌছার গাজী পুত্র ইব্রাহিম এবং ছফেদ আলী গাজী পুত্র শহিদুল্লাহ সহ ৫০/৬০ জন গভীর রাতে আমাদের দখলীয় শ্যামনগর সহকারী জজ আদালত সাতক্ষীরা দেং ৪১৭/২০২১ নালিশি সম্পত্তিতে রাতের আঁধারে দখলের পাঁয়তারা করে এসময় আমরা বাঁধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে আমাদের জায়গার রোপণ করা নারিকেল গাছ, আমগাছের চারা‌ কেটে নষ্ট করে দিয়েছে। আনছার আলী বলেন আমরা দাদা আছিরদ্দীন এর নামিও‌ এস এ খতিয়ান নং ১৭৯ জেঃ এলঃ নং-১০০ জয়নগর মৌজার। আমার পিতা জমাত আলী ও আমার ভাই বোন দের নামিয়ো সম্পত্তি। আমরা ১১/১১/২০২১ তারিখ দেওয়ানী কার্যবিধি ১৫১ ধারা বিধান মতে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করি। এর আলোকে বিজ্ঞ জজ আদালত তাদেরকে কারণ দর্শানো সোকাস করে। অভিযুক্ত ইলিয়াস ও আব্দুল্লাহ বলেন সম্পত্তি আমাদের রেকর্ডিং সম্পত্তি আমরা দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ভোগ দখল করে আসছি তারা আমাদেরকে দখলমুক্ত করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করছে।




Leave a Reply

Your email address will not be published.