সমাজের আলো:  ১০ বছরে সাতক্ষীরা জেলার ৬ টি খেয়াঘাট ইজারার ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আশাশুনি উপাজেলার শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল ও জেলা পরিষদের দু’কর্মকর্তাসহ ১২ জনের নামে মামলা করা হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নাজমুল হাসান বাদি হয়ে খুলনা দুদক কার্যালয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, একই উপজেলার কলিমাখালি গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. নুরুল আমিন, একই উপজেলার প্রতাপনগর গ্রামের হারুণ অর রশিদ, গাজীপুর গ্রামের মোঃ সরোয়ার হোসেন, কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল মজিদ কারিকর, কোমরপুর গ্রামের মো. মোক্তার হোসেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মো. শাহীন হোসেন, একই উপজেলার গোদাড়া গ্রামের আইয়ুব হোসেন, শহরের মুনজিতপুরের মো. ইকবাল হোসেন, শহরের সুলতানপুরের শেখ আহছান হাবিব অয়ন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান সহকারী মো. খলিলুর রহমান ও নিম্নমান সহকারী এসএম নাজমুল হোসেন। মামলার বিবরণে জানা যায়, বাংলা ১৪১৫ সাল থেকে ১৪২৪ সাল বা ইংরেজি ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সাতক্ষীরার চেউটিয়া, কালিগঞ্জ বাজার, ঝাঁপালি-মাদারবাড়িয়া, কালিকাপুর নাসিমাবাদ, ঘোলা- হিজলা- কল্যাণপুর এবং হাজরাখালি বিছট খেয়াঘাটসহ ২১টি খেয়াঘাটে এক কোটি ৯৬ লাখ ৪৬ হাজার ৪৫৮ টাকার ইজারা দেওয়া হয়। এরমধ্যে ইজারাদাররা এক কোটি ৮১ লাখ ৭১ হাজার ৬৩৮ টাকা জেলা পরিষদের কোষাগারে জমা দেন। বকেয়া থাকে ১৩ লাখ ৭৪ হাজার ৮২০ টাকা।




Leave a Reply

Your email address will not be published.