সমাজের আলো : একটি নার্সারি স্কুলে অগ্নিকাণ্ডের পর শ্রেণিকক্ষে আটকা পড়া শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ২০টি শিশু অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। বুধবার (১৪ এপ্রিল) এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি। ঘটনা স্থানীয় সময় মঙ্গলবার বিকেলের। তখন শ্রেণিকক্ষে এসব শিশু শিক্ষার্থী পাঠ নিচ্ছিল। খড়ের তৈরি ওই শ্রেণিকক্ষে হঠাৎ আগুন লাগলে তারা আটকা পড়ে। আগুনে স্কুলের মূল ফটক বন্ধ হয়ে গেলে অনেকে সেখান থেকে বের হতে না পেরে অবশেষ পুড়ে মরে। শিক্ষকদের সংগঠনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুন লাগলে শিশুগুলো দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। আগুন মূল ফটক বন্ধ করে দেওয়ায় বেড়া ভেঙে পালানোর চেষ্টা করে। তবে এভাবেও অনেকে আগুনের লেলিহান শিখা থেকে নিজেকে বাঁচাতে পারেনি। নাইজারের রাজধানী নিয়ামের পেস বাস জেলায় অবস্থিত সরকার পরিচালিত ওই জুনিয়র-নার্সারি স্কুলটি ইট আর খড়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে। ফলে সেখানে আগুন লাগার কারণে দ্রুত সেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আগুনে পুড়ে এতগুলো শিশু প্রাণ হারায়।

