সমাজের অালো : প্রতাপনগর ইউনিয়নে ১২ এপ্রিল সোমবার সন্ধ্যায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী বাহিনীর হামলা ঘটনা ঘটেছে। জানা গেছে হরিশখালি ভাঙনের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়াতে গ্রামের ১৫ থেকে ২০ জন লোক গভীর রাতে কাজ করে নাহিদ হাসানের নেতৃত্বে। ঠিকাদার তাদের মুজুরি দেওয়ার জন্য ১০ এপ্রিল ২৬০০০ হাজার টাকা দেয় নাহিদ হাসান এর কাছে। নাহিদের ঐ টাকা থেকে ১২০০০ হাজার টাকা টাকা চাঁদা দাবী করে বাবুল হোসেন এর পিতা দিনাই ফকির, বেলারউজ্জামান এর পিতা নজরুল মোড়ল, শাহীন এর পিতা নুর ইসলাম, আনারুল এর পিতা রওসুল হোসেনসহ একদল সন্ত্রাসী। টাকা না দেওয়ায় তাকে রাতে একা পেয়ে জোরপূর্বক হাওলাদার বাড়ির মোড়ে তাকে বেদম মারপিট করে এবং নাহিদের কাছথেকে বিদেশি মোবাইল ফোন এবং মানিব্যাগ এর থাকা ৮ হাজার টাকা ছিনতাই করে পাসপোর্ট বই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায় বাবুল এর সন্ত্রাসী বাহিনি এবং তাকে বলে যায় এটা নিয়ে বাড়াবাড়ি করলে তোর মেরে ফেলবো। পরে ফোন করে আরও হুমকি দিতে থাকে।




Leave a Reply

Your email address will not be published.