সমাজের আলো : ইউনিয়ন ছাত্রলীগের নেতা । ৬-১২ মাস মেয়াদী জেনারেল প্রাকটিশনার কোর্স করে নামের আগে ডাক্তার বসিয়েছেন এবং ফার্মেসীর লাইসেন্স ছাড়াই তালা উপজেলার গলাভাঙ্গা গ্রামে পরিচালনা করছেন চেম্বার ও ফার্মেসীর দোকান। জেনারেল প্রাকটিশনার আছাদুজ্জামান সবুজ এখন রাতারাতি ডাক্তার হয়ে গেছেন। প্রকাশ, উপজেলার জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান সবুজ ২০১৪ সালে সাতক্ষীরা হতে এলএমএএফপি কোর্স ও তালা হতে আর এমপি কোর্স সম্পন্ন করে গলাভাঙ্গা বাজারে গড়ে তোলেন তার নিজস্ব চেম্বার। পল্লী চিকিৎসক মো: আছাদুজ্জামান সবুজ রাতারাতি নিজেই বিএমডিসি’র রেজিস্ট্রেশনভুক্ত না হয়ে এমবিবিএস ডাক্তারদের মতো নিজের নামের পূর্বে ডাক্তার বসিয়েছেন। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০ (২০, ডিসেম্বর ২০১০-এ প্রকাশিত গেজেট) এর ধারা ২২(১) ও ২৯(১) এর আওতায় এমবিবিএস/ বিডিএস বাদে অন্য চিকিৎসকদের নামের আগে ডা: (ডাক্তার) পদবী ও নামের পরে ডিগ্রী ব্যবহার অপরাধ। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ তাদের নামের পূর্বে ডাক্তার পদবী লিখতে পারবেন না। তাও আবার তাকে বিএমডিসি’র রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। এর ব্যত্যয় ঘটানো শাস্তিযোগ্য অপরাধ। বিএমডিসির সংশোধিত আইন অনুযায়ী পল্লী চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্টেন্টরা তাদের নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবেন না। ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হলে কেউ নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবেন না। এই বিধান অমান্য করে কেউ নিজের নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএমডিসি বলে আইন প্রণয়ন আছে। কিন্তু তার বিপরীত তালা উপজেলা গলাভাঙ্গা গ্রামের এক ফার্মেসীর দোকানে। ওই দোকান বা চেম্বারে কয়েকজন সংবাদকর্মী পয়লা আগস্ট হাজির হন গ্যাসের ঔষধ কিনতে। চেম্বারে প্রবেশ করার আগেই সংবাদকর্মিদের চক্ষু চড়ক গাছ! দোকানের ডানপাশে ঝুলিয়ে রেখেছেন বিলবোর্ড, লেখা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আর অপর পাশে আরও একটি বিলবোর্ড এবং দোকানের সামনের পাশে বড় একটি সাইবোর্ড সেখানেও লেখা আছে ডা: মো: আছাদুজ্জামান (সবুজ) জেনারেল প্রাকটিশনার এলএমএ এফপি (সাতক্ষীরা) আরএমপি (তালা)। তার নামের আগে ডাক্তার লেখার ব্যাপারে ও তিনি এমবিবিএস পাস কিনা, এমন প্রশ্ন করার সাথে সাথেই তিনি বাইরে চলে যান। অল্প-কিছুক্ষণ পর দুই তিনজন লোক ডেকে নিয়ে আসেন। অপরিচিত লোকেরা এসে সংবাদকর্মীদের কাছে জানতে চান কোন পত্রিকায় কাজ করে ও তাদের পরিচয়পত্র কোথায় ? পত্র-পত্রিকার পরিচয়পত্র দেখানোর সাথে সাথেই জেলা উপজেলার বিভিন্ন হাইব্রিড নেতাদের নাম বলে হুমকি প্রদর্শন পূর্বক বলেন, ইনাদের চিনেন, আমরা তাদের লোক, আপনারা আসতে পারেন! নামের আগে ডাক্তার ও লেখার সরকারি অনুমোদন আছে কি না জানতে চাইলে মো: আছাদুজ্জামান (সবুজ) বলেন, সরকারি কোনো নিয়ম নেই, আমি ছাত্রলীগ করি নিয়মের প্রয়োজন নেই। আমি এখানে নি¤œাঞ্চল মানুষের উপকার করছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সরদার বলেন, বিএমডিসির রেজিস্ট্রেশন ও এমবিবিএসের ডিগ্রি অর্জন ও বিএমডিসির অনুমোদন ছাড়া নামের পাশে কারও ডাক্তার লেখার নিয়ম নেই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *