সমাজের আলো : জাতীয় সংসদ নির্বাচন করে পরাজিত দুই প্রার্থী এবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখছেন। তারা ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের একজন উপজেলা জাকের পার্টির সহসভাপতি গোলাম মোহাম্মদ। তিনি গৌরীপুরের মাওহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।আর অন্যজন শামসুজ্জামান জামাল। তিনি উপজেলার সহনাটি ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে আগামী ২৬ ডিসেম্বর গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গোলাম মোহাম্মদ জনপ্রতিনিধি হতে ২০০৩ সালে প্রথমবারের মতো মাওহা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হন। সেই নির্বাচনে পরাজিত হলেও ২০০৮ ও ২০১৮ সালে জাকের পার্টির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করেছিলেন। তবে প্রতিবারই তিনি হেরে যান। কিন্তু জনপ্রতিনিধি হওয়ার আশা এখনো ছেড়ে দেননি তিনি। সে লক্ষ্যেই এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ইউপি নির্বাচনে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *