হাফিজুর রহমান শিমুলঃ”বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮) ডিসেম্বর বেলা ৩ টায় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের চৌকস অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান (আমিন)। তিনি এসময়ে তার বক্তব্যে বলেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সমাজের শান্তি শৃংখলা বজায় রাখতে হবে। আমরা আজ জনগনের দোরগোড়ায় এসেছি শুধুমাত্র এলাকার শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আহবান জানাতে। কেননা পুলিশ জনগনের বিপদের সময়ে পরম বন্ধু। এলাকার কতিপয় ব্যাক্তি অপরাধী, তাদেরকে আমরা সকলে চিনি ও জানি কিন্তু প্রতিবাদ করিনা। এজন্যই তারা পারপেয়ে আরও অপরাধে জড়িয়ে পড়ে। আমাদেরকে আন্তরিক সহযোগিতা করুন সন্ত্রাসী, চাঁদাবাজ, মামলাবাজ ও মাদকের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেবো। বিট পুলিশের পাশে থাকার আহবান জানিয়ে তিনি আরও বলেন কেউ যদি এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, ডি আর এম ইউনাইটেড আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশার, বিট পুলিশিং কর্মকর্তা থানার উপ পরিদর্শক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, ইউপি সদস্য এসএম গোলাম ফারুক, আব্দুল কাদের, শিক্ষক ফজর আলী, আওয়ামী লীগ নেতা নরেন্দ্র মন্ডল, শওকাত হোসেন প্রমুখ। এসময়ে অন্যান্য বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চোরাচালান, চুরি, ডাকাতি, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কেবল সমাজের শান্তি শৃংখলা বজায় রাখা সম্ভব।




Leave a Reply

Your email address will not be published.