সমাজের আলো: করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হলেও শতভাগ সচেতন নয় সাধারণ মানুষ। ভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে নানামুখী প্রচার চালানো হলেও মানুষের মধ্যে এর প্রভাব কম। অথচ দীর্ঘদিন ধরে দেশে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। ভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে নানা কর্মসূচী হাতে নিয়েছে সরকার। নিজেদের সক্ষমতা নির্ণয়ের পাশাপাশি সতর্কতামূলক প্রচারে জোর দেয়া হচ্ছে। গণপরিবহন থেকে শুরু করে সর্বত্র মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরামর্শে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জনপ্রশাসনসহ অন্যান্য মন্ত্রণালয় নানামুখী প্রচার চালাচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে করোনায় দৈনিক রোগী শনাক্ত, শনাক্তের হার ও মৃতের সংখ্যা উঠানামা করছে। এর মধ্যে গত দুই মাসের বেশি সময় ধরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যুর হার একটু একটু করে কমে আসছিল। যদিও নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হার কখনোই দশ শতাংশের নিচে নামেনি। হঠাৎ করে গত দুই সপ্তাহ ধরে দেশের করোনা পরিস্থিতির বেশ অবনতি লক্ষ্য করা যাচ্ছে। সংক্রমণের সংখ্যা বাড়ার কারণে করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র। বিশ্বের অনেক দেশে সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন শুরু হয়েছে। বাংলাদেশে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে সরকার বলে আসছে, করোনাভাইরাসের প্রকোপ শীতে বাড়বে। সেজন্য কয়েকবার প্রস্তুতি নেয়ার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সতর্কতা ছাড়াও মহামারী নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি এবং স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারাও কয়েকবারই পরবর্তী ধাপের জন্য প্রস্তুতির কথা বলেছেন। যে কারণে গত সপ্তাহে যখন সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পেল, সবাই একে দ্বিতীয় ধাপের সঙ্গে মেলাতে শুরু করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *