সমাজের আলো : এক গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম সম্পা বেগম (২২)। তিনি সাতক্ষীরা সদরের রাজনগর গ্রামের বাবলু সরদারের মেয়ে ও ইন্দ্রিরা গ্রামের হবি সরদারের স্ত্রী। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালে শম্পা বেগমের মৃত্যু হয়। নিহত গৃহবধূ শম্পার স্বজনদের অভিযোগ তার স্বামী হবি সরদার তাকে বিষ খাইয়ে হত্যা করেছে। নিহত শম্পার চাচতো ভাই আবুল কাশেম সাংবাদিকদের জানান, হবি একজন চিহ্নিত মাদক চোরাকারবারি। দীর্ঘদিন ধরে হবি সরদারের সাথে পারিবারিক কলহের কারণে শম্পা তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রোববার সকালে সে তার স্বামীর বাড়িতে যায়। সেখানে গেলে তারা তাকে জোর করে বিষ খাইয়ে দেয়। পরে হবি নিজে শম্পা কে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে রেখে স্বামী হবি পালিয়ে যায়। তিনি আরো জানান, শম্পা বেগম ও হবি সরদারের রিয়াদ নামের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কোন কিছু বলা যাচ্ছে না।

 
			 By নয়ন মন্ডল, সহ-সম্পাদক
   By নয়ন মন্ডল, সহ-সম্পাদক