মণিরামপুর (যশোর) প্রতিনিধি : স্বরূপদাহ গ্রামের আতিয়ার রহমান, দিনের কিছু অংশ বিক্রি করেন খবরের কাগজ, বাকি সময়টুকু মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে কোনোরকমে সংসার চলে তার। লকডাউনের কারণেই মোটরসাইকেল চালানো বন্ধ। খড়িঞ্চী গ্রামের হাফিজুর রহমান শুধু ভাড়ায় চালান মোটরসাইকেল। দু’চাকায় যেন পুরো সংসারটাই চলে তার। গত ক’দিন কোনো ভাড়াপাতি না থাকায় চরম কষ্টের মধ্যে দিন কাটছে তারও। একেত রমজান মাস, সামনে আসছে ঈদ, এদের সবারই যেন স্বপ্ন ভেঙে যাচ্ছে। সংসারে মা-বাবা, স্ত্রী, সন্তান নিয়েই উপজেলার আট শতাধিক পরিবারের জীবন-জীবিকা চলে মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে। অপর দিকে অনেকের মাথায় চেপে বসেছে সমিতির কিস্তির টাকার টেনশন। এসব কারণে চরম কষ্টে যাচ্ছে মণিরামপুরে ভাড়াচালিত মোটরসাইকেল চালকদের। শনিবার এ প্রতিবেদকের কথা হয় মোটরসাইকেল চালক রেজাউল করিম, আকবার হোসেন, সুলতান পারভেজ, লিটন, শরিফুল ইসলাম, তাহেরপুরের মোস্তফা ও মনিরুল ইসলামের সাথে। তারা জানান, লকডাউনে যাত্রীবহন বন্ধ থাকায় চরম কষ্টে দিন কাটছে তাদের। যদিও অনেকেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলেও কোনো ভাড়াপাতি হচ্ছে না। তাহেরপুরের মনিরুল ও মোস্তফা জানান, অভাবের তাড়নায় ঝুঁকি নিয়ে রাস্তায় বের হলেও, কোনো লোকজন নেই রাস্তায়। যার ফলে পরিবার নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। খোঁজখবর নিয়ে জানা যায়, মণিরামপুরের রাজগঞ্জ, খেদাপাড়া, নেহালপুর, ঢাকুরিয়া, ভান্ডারী মোড়, দূর্গাপুরমোড় এবং দোলখোলা সড়কে আট শতাধিক ভাড়ায়চালিত মোটরসাইকেল রয়েছে। অভাবগ্রস্ত পরিবারের সদস্যরা জীবন-জীবিকা নির্বাহ করতে মোটরসাইকেল ভাড়ায় চালায়। একটি মোটরসাইকেলের দু’চাকায় সংসার চলে অনেকের। গত ক’দিন লকডাউন থাকায় যাত্রীবহনে কাজ করতে পারছেন না প্রশাসনের চাপে। উপজেলার রাজগঞ্জ সড়কে ২২৫ খানা মোটরসাইকেল ভাড়ায় চলে। এ সড়কের চালক সমিতির সভাপতি মিন্টু এবং সেক্রেটারি শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল ভাড়া চালিয়ে সংসার চালায় এরপর সমিতির কিস্তিতো আছেই। লকডাউনের ফলে বাড়িতে বসে সময় পার করতে হচ্ছে। যে কারণে চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছে প্রত্যেকটি পরিবার। খেদাপাড়া সড়কের সভাপতি মশিয়ার রহমান ও সেক্রেটারি আসাদ অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলেন, ‘করোনা পরিস্থিতির জন্য লকডাউন ঘোষণা দিয়েছে। কিন্তু আমাদের মতো দিন-আনা দিন-খাওয়া গরিবরা সমিতির কিস্তি চালাব কীভাবে, আর খাব কী’? নেহালপুর সড়কের মোটরসাইকেল ভাড়ায় চালক সমিতির সভাপতি আসাদুজ্জামান বলেন, সংসার চালানোর কোনো উপায় নেই তার। তারপরও রাস্তায় ঝুঁকি নিয়ে বের হতে হচ্ছে। কিন্তু ভাড়াপাতি না থাকায় কোন আয়-রোজগার হচ্ছে না। এ বিষয় নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘উপজেলাধীন মোটরসাইকেল চালকরা সমষ্টিগতভাবে আমার কাছে আইডি কার্ডের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র দিলে সরকারের কাছ থেকে তাদের জন্য কিছু করার আপ্রাণ চেষ্টা করব এবং দ্রুত তাদের তালিকা করা হবে।’




Leave a Reply

Your email address will not be published.