সমাজের আলো। ।সদরের ঝিটকি গ্রামে শিশু হৃদয় হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে।খেলা নিয়ে বিরোধ নিয়ে দুই শিশু মিলে হত্যা করে লাশ গুম করে । আদালতে দুই শিশু মিলে কি ভাবে হত্যা করা হয় হৃদয়কে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এদিকে দুই শিশু ইতিমধ্যে জামিন পেয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, শুক্রবার দুপুর ১২টায় আটককৃত ছয় জনের মধ্যে ঝিকরা গ্রামের ইসমাইল হোসেন, তার স্ত্রী মারিফা, তাদের ছেলে শিশু আল আমিন, শিশু আল মাসুদ ও কওছার আলীর ছেলে আলমগীর হোসেনকে আটক করেন। একইভাবে নিহতের চাচাত ভাই তৃতীয় শ্রেণির ছাত্র সৌম্যক ম-লকে শুক্রবার রাত ৯টায় আটক করা হয়। তবে ঝিটকা গ্রামের আব্দুর রশিদের বাড়ির ভাড়াটিয়া আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে আল আমিনকে শনিবার বিকেল সাড়ে ৫টায় থানা থেকে ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে বৃহস্পতিবার বিকেলে ইসমাইল হোসেনের বাড়িতে তার ছেলে আল আমিন ও মাসুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে হৃদয়ের সঙ্গে বিরোধ হয়। এ বিরোধের একপর্যায়ে মাসুদ ও আল আমিনের আঘাতে হৃদয় মাটিতে পড়ে যায়। এ সময় হৃদয়কে দু’ভাই মাটিতে চেপে ধরার একপর্যায়ে সে মারা যায়। বিষয়টি তাদের মা মারিফা জানার পরও প্রশাসন বা কাউকে না জানিয়ে লাশ গোপন করার চেষ্টা করে। পরিকল্পিতভাবে শুক্রবার সকালে শামুক কুড়ানোর গল্প করে হৃদয়ের লাশ দেখার গল্প লোকের কাছে বলে মারিফা। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সূত্রটি আরো জানান, ছেলের মৃত্যুর ঘটনায় বাবা বিকাশ ম-ল বাদি হয়ে শুক্রবার রাতে কারও নাম উল্লে¬খ না করেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হৃদয়কে হত্যার ঘটনায় ইসমাইল হোসেনের পরিবার ও একই গ্রামের আলমগীর হোসেনের উপর সন্দেহের কথা উল্লে¬খ করা হয়। খেলাধুলার একপর্যায়ে মারপিট করলে ও মাটিতে চেপে ধরলে হৃদয় মারা যায় বলে আল আমিন ও তার সহোদর মাসুদ পুলিশের কাছে স্বীকার করে। এছাড়া মা মারিফা বাড়িতে এলে তাকে ঘটনা জানায় বলে দু’সন্তান পুলিশের কাছে স্বীকারোক্তি দেয়। প্রসঙ্গত: বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ঝিটকি গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে পেরেক কিনতে যায় একই গ্রামের বিকাশ ম-লের ছেলে ঝিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র হৃদয় ম-ল ও তার কাকাত ভাই সৌমিক ম-ল। বিকেল সাড়ে ৫টার দিকে সৌমিক ফিরে এলেও ফেরেনি হৃদয়। মসজিদ ও মন্দির থেকে করা হয় মাইকিং। একপর্যায়ে শুক্রবার সকালে ইসমাইল হোসেনের স্ত্রী মারিফার দেখা মতে তাদের বাড়ির পাশে নূর মোহাম্মদের ধানক্ষেত থেকে পুলিশ হৃদয়ের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ঝিটকি গ্রামের ইসমাইল হোসেন, তার স্ত্রী মাফিয়া, তাদের দু’ছেলে আল আমিন ও মাসুদ, একই গ্রামের কওছার আলীর ছেলে আলমগীর হোসেন, সুকুমার ম-লের ছেলে সৌমিক ম-ল ও একই গ্রামের আব্দুর রশিদের বাড়ির ভাড়াটিয়া আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে আল আমিনকে পুলিশ আটক করে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *