সমাজের আলো: নতুন বছরের প্রথম দিনে এক স্কুল ছাত্রী দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে। নতুন বই নিতে যাওয়ায় পথে সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে আজ দশটার দিকে। আহত স্কুল ছাত্রীর নাম রাফিয়া খাতুন( ৭}। সে সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। জানাগেছে সদর উপজেলার রামনগর গ্রামের আব্দুল মান্নান মটরসাকেলে করে রেউই গ্রামের দিকে যাচিছ।পথিমধ্যে রামেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটু দুরে স্কুল ছাত্রী রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল।যাচিছল নতুন বই আনতে।এ সময় মটরসাকেলে তাকে জোরে ধাক্কা মারে।এতে তার মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হন।তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
