সমাজের আলো : ’নিঃসন্দেহে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং সে দায়িত্ব পালনে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনীতিবিদ, সিভিল সোসাইটি ও এনজিওগুলো কাজ করে যাচ্ছে। আর সে কারণেই প্রথম দিকের সমস্যাগুলো কাটিয়ে উঠে খুবই চমৎকারভাবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাতক্ষীরাসহ সারা দেশে করোনা টিকা প্রদান কার্যক্রম
প্রায় শতভাগ সফলতার দাড়প্রান্তে। টিআইবি পরিচালিত গবেষণায়ও সেই চিত্রটিই আজ উঠে এসেছে। সবাই শুধু সমালোচনা করে, ভাল কাজের প্রশংসা অনেকেই করতে পারে না। টিআইবি ও সনাককে ধন্যবাদ, তাঁরা সে কাজটি করেছে’- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-সাতক্ষীরা আয়োজিত ”কোভিড-১৯ টিকা প্রদানে
সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন। তিনি বলেন, প্রথম দিকে টিকা দেওয়ার
মানুষ পাওয়া যেত না, এখন প্রতিটি টিকা কেন্দ্রে মানুষের লম্বা লাইন। সরকারের বিভিন্ন প্রচার-প্রচারণার ফলে মানুষ এখন বেশ সচেতন হয়েছে, নিয়মিত টিকা প্রদান কার্যক্রমের পাশাপাশি গণটিকা কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পৃথিবীর উন্নত সব দেশ যখন করোনা নিয়ে দারুণ বিপাকে, আমরা তখন বেশ সহনীয় পর্যায়ে চলে এসেছি। এ সাফল্য আমাদের সকলের। তবে এই
মহামারীর সময়ে সামনে থেকে যারা কাজ করেছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন, জীবন হারিয়েছেন, সেই চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদেরকে আলাদা করে ধন্যবাদ জানাতেই হবে। এছাড়া ব্যক্তি উদ্যোগেও অনেকে অনেক কাজ করেছেন, তাঁদেরকেও ধন্যবাদ জানাই।
২৫ মার্চ শুক্রবার, সকাল ৯:৩০ মিনিটে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর খামার বাড়ির কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, সনাক সাতক্ষীরার-এর সভাপতি পবিত্র মোহন দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন জনাব ডা. হুসাইন শাফায়াত ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু।
সভার শুরুতে সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সনাক সদস্য এবং স্বাস্থ্যখাত বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক, ডা. সুশান্ত কুমার ঘোষ। তিনি টিআইবি পরিচালিত গবেষণার প্রেক্ষাপটটি তুলে ধরেন। এরপর গবেষণা
প্রতিবেদনের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেন টিআইবি’র খুলনা ক্লাস্টারের কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দিন। উপস্থাপনা শেষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তারা প্রতিবেদন বিষয়ে তাদের মতামত সহ টিকা নিতে গিয়ে তাঁদের যে অভিজ্ঞতা হয়েছে তা তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জেলা কৃষি প্রকৌশলী ইঞ্জি:
মো. হারুন-অর-রশীদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব:) আব্দুল ওয়াহেদ, বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, রোটারী ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ভূধর চন্দ্র সরকার, স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব
চন্দ্র দত্ত, স্বজন সদস্য মনিরুজ্জামান মুন্না, স্বজন সহ-সমন্বয়ক রেবেকা সুলতানা ও ইয়েস সহ-দলনেতা শেখ মোতাহার হোসেন। এছাড়া সনাক প্রতিনিধি হিসেবে সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি, ভারতেশ^রী বিশ^াস ও মো. অলিউর রহমান প্রতিবেদনের ফলাফলসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সনাক সদস্য মো. অলিউর রহমান শিক্ষার্থীদের টিকা প্রদানের সময় বিভিন্ন অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। সনাক সদস্য ভারতেশ^রী বিশ^াস আধা ঘণ্টার নোটিশে টিকা দেওয়ার জন্য শিক্ষার্থীদের হাজির করানোর বিড়ম্বনার বিষয়টি তুলে ধরেন। এছাড়া সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি বলেন, করোনাকালীন এ সময়ে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ বলতে গেলে ভাল কাজই করেছেন। তিনি সাতক্ষীরার সিভিল সার্জন সহ করোনার টিকা প্রদান ও স্বাস্থ্যসেবার সাথে জড়িতদের কাজের প্রশংসা করেন।
দূরবর্তী টিকা কেন্দ্রে টিকা পৌঁছানোসহ কিছু জটিলতার বিষয়েও তিনি তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, প্রথম দিকে টিকা নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল, মানুষকে জোর করে টিকা নেওয়ানো




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *