ফারুক হোসাইন রাজ, কলারোয়া সাতক্ষীরা:সাতক্ষীরার কলারোয়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা হলরুমে প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), চেয়ারম্যান রবিউল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহারআক্তার। ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচী (সেলপ) এর সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রাক সাতক্ষীরা জেলা শাখা ব্যবস্থাপক মো.হুমায়ুন কবির, ব্রাক কলারোয়া শাখা এসোসিয়েট অফিসার শাহানাজ পারভীন প্রমূখ৷

বাল্যবিবাহের কুফলের বিভিন্ন বিষয়ের উল্লেখ করে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুলী বিশ্বাস বলেন, সকলের সহযোগিতা পেলে সমন্বিত প্রচেষ্টায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে কলারোয়া উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করা সম্ভব হবে৷




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *