রবিউল ইসলাম: সাতক্ষীরার শ্যামনগরে সরকারি জায়গায় ব্যক্তিমালিকানা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা খেয়াঘাটে। এ ঘটনায় জি এম মাহমদুল ইসলাম ৪ অক্টোবর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করে।অভিযোগের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী কার্যক্রম বন্ধ করে দেন। অভিযোগে উল্লেখ করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবির রহমান সরকারি জায়গার উপরে সরকারি খরজে নির্মিত শৌচাগার ভেঙে ব্যক্তিমালিকানায় ভবন নির্মাণ করছে। স্কুল, কলেজগামী, ছাত্রী ও মহিলা পথচারী শৌচাগারে ব্যাপক বিড়ম্বনায় পড়বে বলেও উল্লেখ করেন। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর গতকাল পহেলা নভেম্বর রবিবার সকাল থেকে আবার কাজ শুরু করে। এ ঘটনায় গাবুরা ইউনিয়নের ভূমি কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশে সরেজমিনে পরিদর্শন করে আবারও কাজ বন্ধ করে দেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন শৌচাগারের জায়গা দখল করে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে ঘর নির্মাণ করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এ ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, পূর্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ছিল আমপানের পরে ভঙ্গুর অবস্থায় হওয়ার পরে আমরা সংস্কার কাজ করছি। শ্যামনগরের পদ্মপুকুরে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বালু উত্তোলনের অভিযোগ সাতক্ষীরার শ্যামনগরে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বালি উত্তোলনের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ। বাংলাদেশ সরকারের ভূগর্ভস্থ থেকে বালি উত্তোলনের কঠিন নিষেধাজ্ঞা থাকলেও হরহামেশা চলছে বালু উত্তোলন তাতে আবার স্থানীয় জনপ্রতিনিধির প্রকাশ্যে হস্তক্ষেপ উপজেলার ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়ন এর ৫ নাম্বর চন্ডিপুর গ্রামের মোঃ আব্দুল হামিদ পিং মৃত সোনাই মোড়ল নামের বাসিন্দা বালু উত্তোলন করার খবর শুনে সরোজমিনে যেয়ে দেখা গেল যে কথা সেই কাজ কিন্তু বড় পরিতাপের বিষয় হলো স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার হেদায়েতুল ঘটনাস্থলে হাজির হয়ে বলেন আমার চাচা হয় বিষয়টি বাদ দিন। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা এসে মোবাইল ধরিয়ে দেন দেওয়ার পরে ফোনে মেম্বার আজিজুল ইসলাম বলেন, আমার বড় মামা বিষয়টি বাদ দিন। চেয়ারম্যান সাহেবকে বলা হলে চেয়ারম্যান সাহেব বলেন সবকিছু দেখতে হয় না এসব দেখে মনে হলো খুবই সহজ ব্যাপার আমরা বড় করে দেখছি কি করার পরে স্থানীয় ইউনিয়ান ভূমি কর্মকর্তা বললে উনি এসে ড্রেজার বন্ধ করে দেন ড্রেজার মালিক আব্দুল গফফার মোড়ল ওরফে বঙ্গবন্ধু তার কাছে জানতে চাইলে বলেন আমার নাম বঙ্গবন্ধু আমি এই নাম বিক্রি করে খায় এই সমস্ত সমস্যার জন্ম দেয়। পরে স্থানীয়রা অভিযোগ করে বলেন আমাদের অঞ্চলে আয়লার পথ থেকে, ব্যাপক ক্ষতি হওয়ার ফলে প্রায় সময় লোকজন নিজেদের যায়গা উচু করার জন্য মাটির নিচে থেকে বালু উত্তোলন করে থাকে। ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন আমি অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *