সমাজের আলো : সরকারী চাকুরী একটি বড় মাপের শিল্প: শেখ মফিজুর রহমান শরীয়তপুরে সম্প্রতি যোগদানকারী সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, প্রশিক্ষণ কাজের অংশ এবং সরকারী চাকুরী একটি বড় মাপের শিল্প। এজন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। একই ভুল যেন বার বার না হয় এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, শরীয়তপুর বিচার বিভাগে প্রশিক্ষনের কার্যক্রম চলমান থাকবে।

মঙ্গলবার ২৪ মে শরীয়তপুর জেলা জজ আদালতের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিকল্পে “প্রশিক্ষণ কর্মশালা-২০২২” সমাপনী শেষে সার্ট্রিিফকেট প্রদান অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।দুইদিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে শরীয়তপুর ম্যাজিস্ট্রেসীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাগির আহমেদ টুটুল উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা জজ আদালতের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published.