ফারুক হোসাইন রাজ : সাতক্ষীরার কলারোয়া খেলার মাঠ থেকে শিক্ষার্থীর বাইসাইকেল চুরির ঘটনায় সাখাওয়াত হোসেন মন্ডল (৫২) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা৷ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে৷
আটককৃত ব্যক্তি যশোর ঝিকরগাছা থানার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা সলুয়া গ্রামের মৃত হেকমত আলি মন্ডলের ছেলে সাখাওয়াত হোসেন মন্ডল৷কে,এল আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানায়, উপজেলা পর্যায়ে শীত কালিন ক্রীড়া প্রতিযোগীতা চলছে সে লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপজেলায় আসছে খেলা করতে। বল ফিল্ডের এক পার্শ্বে কে,এল আদর্শ হাই স্কুলের শাওন আহমেদ নামের এক ছাত্রের বাইসাইকেল কলারোয়া ফুটবল মাঠ থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে সাখাওয়াত হোসেন মন্ডলকে আটক করেছে শিক্ষার্থীরা৷ পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে৷কলারোয়া থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি নাসির উদ্দিন মৃধা জানায়, বলফিল্ড মঠে সাইকেল চুরির ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে থানা মামলা আইনের তাকে জেলা কারাগারে আদালতে পাঠানো হবে৷

