সমাজের আলো : করোনা নেগেটিভ হয়েছেন সাকিব আল হাসান। শুধু তাই নয়, টাইগার অলরাউন্ডার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিচ্ছেন আজ শুক্রবার (১৩ মে) দুপুরেই। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ খবর নিশ্চিত করেছেন।শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরপরই করোনা পজিটিভ হয়েছিলেন সাকিব। সফরকারীদের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তাকে পাওয়া নিয়ে ছিল দুশ্চিন্তাও। তবে আপাতত করোনা থেকে সেরে ওঠায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দলে। যদিও প্রথম টেস্টে তিনি খেলবেন কি না এখনো নিশ্চিত নয়।

 

সাকিবকে নিয়ে সুখবর, দলে যোগ দিচ্ছেন আজই

খালেদ মাহমুদ সুজন বলেন, আজ সে (সাকিব) দলের সঙ্গে দেবে ঠিকই, কিন্তু অনুশীলনে নামবে না। আগামীকাল শনিবার (১৪ মে) অনুশীলনে যোগ দেবে সে। এরপর তার ফিটনেস থাকা সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে প্রথম টেস্টে সে খেলবে কি না। তবে প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।এর আগে ডিপিএল খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব। সোমবার (৯ মে) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর কোভিড প্রটোকল অনুযায়ী মঙ্গলবার (১০ মে) তার করোনা টেস্ট করা হয়। সেখানেই পজিটিভ হন তিনি।শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই একের পর এক দুঃসংবাদ। তাসকিনের পর ইনজুরির কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। শরিফুলকে নিয়েও আছে অনিশ্চয়তা। তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসে দলের সেরা সাকিব আল হাসান করোনায় আক্রান্ত হওয়ার পর। প্রথম টেস্টে তার সার্ভিস নিয়েও আছে শঙ্কা।




Leave a Reply

Your email address will not be published.