রনি হোসেন, কেশবপুর:

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে প্রতিবছর জানুয়ারি মাসে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলার আয়োজন করে জেলা প্রসাশক। করোনার কারণে গত ২ বছর মধু মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর ২০২৩ সালের ২৫ শে জানুয়ারি শুরু হয়ে ছিলো ৭ দিন ব্যাপী মধুমেলা। প্রতিবছরের ন্যায়ে আগামী ২০২৪ সালে নতুন বছরে মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হবে ৯ দিন ব্যাপি মধু মেলা।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গত ১৯ অক্টোবর দুপুরে কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী মাইকেল স্মরণ মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ হয়।

গত বৃহস্পতিবার ২১ ডিসেম্বর দুপুরে যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মধুমেলা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, উপজেলা কৃষি অফিসার মামুদা আক্তার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী প্রমুখ।

প্রতিবছর মধু মেলায় হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে মধুকবির পূর্ণ জন্মভূমি। তবে কবির ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার ৯ দিন ব্যাপী মধুমেলায় কবির জন্মভূমি সাগরদাঁড়িতে মানুষের পদচারণায় মুখরিত হয়ে জমে উঠবে ৯ দিন ব্যাপী মধুমেলা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *