সমাজের আলো : সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ২৮ জানুয়ারি শুক্রবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৯০ জন

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ১৭ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারির মধ্যে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি তাদের মৃত্যু হয়।এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৬১ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এসময় র‌্যাপিড এন্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৮ দশমিক ০৩ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ৮৩ শতাংশ।




Leave a Reply

Your email address will not be published.