একরামুজামান জনিঃ সাতক্ষীরায় ভুয়া এনজিও খুলে সাধারণ মানুষের কোটি টাকা আতœসাৎকারী মো: হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-০৬। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম গত সোমবার বিকাল ০৫ টার দিকে সাতক্ষীরা পলাশপোল এলাকা থেকে হাবিবুর রহমানকে গ্রেফতার করে।

সাতক্ষীরা সদর থানার পলাশপোল এলাকার বাশিন্দা আজিজুর রহমানের ছেলে মো: হাবিবুর রহমান (৩৫) ও তার কতিপয় সহযোগীরা মিলে ২০১৯ সালে বনলতা সঞ্চয় ও ঋনদান সমবয় সমিতি লিমিটেড নামে একটি ভুয়া এনজিও খুলে। অধিক লাভের প্রলোভন দেকিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট থেকে কোটি টাকা নিয়ে বেশ কিছ ুদিন পরিচালনা করার পর হঠাৎ তাদের অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।

মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা র‌্যাব ০৬ এর কার্যলয়ে এক প্রেস ব্রিফিং এ সব তথ্য জানানো হয়।গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।




Leave a Reply

Your email address will not be published.