সমাজের আলো: স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। মামলায় ৫ আসামীকে খালাস দেওয়া হয়েছে। আজ রোববার সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এই রায় ঘোষনা করেন। ফাঁসির আসামীর নাম কার্তিক ঘোষ। তিনি সাতক্ষীরার জেলার তালা উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের তেজেন্দ্রনাথ ঘোষের ছেলে। আদালত সুত্রে জানাগেছে ২০১০ সালের ১৩ মে সাতক্ষীরা জেলার তালা উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের দাবিতে স্বামী কার্তিক ঘোষ তার স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। পুলিশ এ মামলায় কার্তিক ঘোষ সহ ৬ জনের নামে চার্জশীট দেয়। আদালতে এ ঘটনায় ১৮ জন স্বাক্ষী দেন। বিচারে আদালত কার্তিক ঘোষকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেন। একই সময় অপর পাঁচজনকে বেকসুর খালাস দেন।




Leave a Reply

Your email address will not be published.