সমাজের আলো : মুজিব শত বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদেরকে ফেরত দিলেন সাতক্ষীরা জেলা পুলিশ।সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৪২টি মোবাইল ফোন উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপি এম বার এর নির্দেশে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার হয়েছে বলে জানান সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম লিডার মোঃ ইকবাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর।সোমবার (১০ই জানুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনে আনুষ্ঠানিক ভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম বার)।

এসময় তিনি বলেন, সাতক্ষীরার বিভিন্ন থানায় এ পযন্ত ৯০৯টি জিডির বিপরীতে ২৮৪টি ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছি।২৫টি ফোন উদ্ধারের অপেক্ষায় আছি। বাকী ফোন গুলোর উদ্ধার অভিযান চলমান বলে জানান।তিনি আরো বলেন, বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মুঠোফোনের জন্য যারা সাধারণ ডায়েরির সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পরে হলেও হারানো মুঠোফোন পেয়ে খুশি মালিকরা।হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোনের মালিকরা বিভিন্ন সময় থানায় জিডি করেছিলেন। জিডির সূত্র ধরে সেগুলো উদ্ধার করে তাদের ফেরত দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানাজী, এটিএন বাংলার কামরুজ্জামান, মুন্সিগঞ্জ সুন্দরবন প্রেসক্লাবের সংগঠনিক সম্পদক দৈনিক নয়া শতাব্দী শ্যামনগর উপজেলা প্রতিনিধি জি এম মাছুম বিল্লাহ প্রমূখ।




Leave a Reply

Your email address will not be published.