সমাজের আলো: সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন আবারো সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন।রোববার পুলিশের কল্যান সভায় পুরস্কার প্রদান করা হয়। ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় সেপ্টেম্বর মাসের ক্রাইম কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মির্জা সালাহউদ্দিন আবারো সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন।রবিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসাবে পুলিশ সুপারের নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। তিনি মাদক সেবীদের আইনের আওতায় আনার জন্য সম্পূর্ণ নতুন কৌশল ‘ ডোপ টেস্ট’ এর শুরু করেন। ইতোমধ্যে ডোপ টেস্ট এর মাধ্যমে তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়ে ৩৭ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। পুলিশ ডোপ টেস্ট করে মাদকসেবীদের মাদক সনাক্ত করেন।এটি জেলায় সাড়া পড়ে। এটি বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রশংসা অর্জন করেছে। অনেক জেলা এই প্রক্রিয়া অনুসরণের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি এ যাবৎ প্রায় ৬০০ টি হারিয়ে যাওয়া/চুরি হওয়া মোবাইল উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন। হারানো মোবাইল উদ্ধার এর বিষয়টিও সারা দেশে আলোড়ন তুলেছে। ক্রাইম ডিটেকশন এবং আসামি গ্রেফতারের ক্ষেত্রেও তিনি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সফলতা অর্জন করেছেন। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)এঁর সভাপতিত্বে উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মো:আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মির্জা সালাহ্উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার সার্কেল মো: জিয়াউর রহমান,দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি ইয়াছিন আলী,তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির,ডিএসবি র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান,সাতক্ষীরা থানার ওসি আআসাদুজ্জামান,জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী, ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত টিআই হাসান মল্লিক সহ সকল থাকার অফিসার ইনচার্জগণ উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.