সমাজের আলো : সাতক্ষীরায় বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট তৈরি ও পর্নো ভিডিও সংরক্ষণ ও বিপননের দায়ে ১ জনকে আটক করেছে র‌্যাব-৬, সিপিসি-১ এর সদস্যরা।আটককৃত মোঃ আশেকুর রহমান ওরফে আশিক (২৯) সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড় এভাটার কম্পিউটার মিডিয়ার প্রোপাইটার এবং শহরের দক্ষিণ কাটিয়ার মোঃ হযরত আলীর ছেলে।র‌্যাব জানায়, অভিযুক্ত আশিক ৩-৪ বছর যাবৎ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর র‌্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক অসাধু ব্যবসায়ী বিভিন্ন জাল ব্যাংক স্টেটমেন্ট, নকল টিকা কার্ড, নকল সূর্যের হাসি সার্টিফিকেট, নকল গ্রাম পুলিশ সার্টিফিকেট, কৃষি বিভাগের জাল সার্টিফিকেট, জাল ট্রেড লাইসেন্স এবং মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বোর্ডের জাল সার্টিফিকেট তৈরিতে তার বিশেষ পারদর্শিতা রয়েছে এবং বর্ণিত বিভিন্ন ভুয়া সনদ বাণিজ্যে সে সক্রিয়ভাবে জড়িত।এছাড়াও পর্নো ভিডিও সংরক্ষণ ও বিপননের সাথেও জড়িত। উক্ত সংবাদ পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ও ফোর্স ২৩ ডিসেম্বর সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে এভাটার কম্পিউটার মিডিয়ার প্রোপাইটার মোঃ আশেকুর রহমান ওরফে আশিক (২৯)কে আটক করে।পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটককৃত আশিককে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করত: মামলা করা হয়। মাামলা নং ৫৯, ২৪ ডিসেম্বর-২০২১, ধারা: ১৮৬০ সালের ৪৬৪, ৪৬৮ ও ৪৭১ পেনাল কোড তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫) (ক)।

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *