সমাজের আলো : সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরার আলিপুর পল্লী বিদ্যুতের কর্মকর্তা মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের সাথে খারাপ আচরণ করে চলেছে । পল্লী বিদ্যুতের মিটার সংক্রান্ত বিষয়ে কর্মকর্তার কাছে সেবা নিতে গেলে তিনি তাদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার করেন। পিতার সমতুল্য গ্রাহকদের সাথে নোংরা ভাষায় আচার আচরণ করেন। তার কাছে গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত সেবা পান না। তিনি কাউকে মানুষ মনে করেন না’। একবার বুঝতে না পারলে দ্বিতীয় বা তার কাছে কিছু জানতে চাইলে তিনি বিরক্ত বোধ করেন।ভ্যান ,রিক্সা চালিয়ে ও খেতখামারে কাজ করে জীবিকা নির্বাহ করি তারা এই কর্মকর্তার কাছে বৈদ্যুতিক বিল ও মিটার, সংক্রান্ত বিষয়ে গেলে আমাদের মানুষ মনে করেন না । ছোট খাটো সমস্যাগুলো তিনি সমাধান করতে পারলেও গ্রাহকদের হয়রানির জন্য ঝাউডাঙ্গা যেতে বলেন। প্রতিনিয়ত গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহকরা তার দ্বারা হয়রানির শিকার হচ্ছে। তার ব্যবহারে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার বরাবর তাকে অপসারণের দাবিতে একটা লিখিত অভিযোগ করেছেন। এ অভিযোগের বিষয়ে জেনারেল ম্যানেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগে কপি আমি পেয়েছি এবং এর সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছেন। কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে অভিযুক্ত পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মফিজুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার উপর আনিত অভিযোগ গুলো সত্য নয়। আমি কখনো গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করি না । তাদের হয়রানি ও করি না ।




Leave a Reply

Your email address will not be published.