সমাজের আলো : আসন্ন ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারী সারাদেশে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করে আজ ৯ ডিসেম্বর শেষ দিনে সাতক্ষীরার কলারোয়ায় নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিলেন ভিপি মোরশেদ। তিনি এর আগে ২ বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সর্বশেষ ২০২০ সালে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদের মৃত্যুজনিত কারনে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে নৌকা প্রতীক প্রাপ্ত হয়ে ৯ ডিসেম্বর শেষ দিনে ৩ হাজারের অধিক আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পেয়ে দিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাসের নিকট। মনোনয়ন জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এম এ কালাম, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন জমা দেওয়া শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে এবারও কেরালকাতা ইউনিয়নে ভিপি মোরশেদ বিপুল ভোটে জয়ী হবে ।তার জলন্ত প্রমান আজকের এই কয়েক হাজার ভোটার সমর্থকদের উপস্থিতি। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভিপি মোরশেদ দলের দূর্দিনে সাতক্ষীরা জেলা সহ কলারোয়া উপজেলা, কলেজ ছাত্রলীগ, যুবলীগের সভাপতি সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন, কলারোয়া সরকারী কলেজ সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কলারোয়া উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে সহসভাপতি দায়িত্বে আছেন। বিগত ১১ সালে ও ২০২০ সালে কেরালকাতা ইউনিয়ন পরিষদের নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান ছিলেন। তিনি তৃতীয় মেয়াদে বিপুল ভোটে নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হয়ে শেখ হাসিনার আস্থা অর্জন করতে চান।




Leave a Reply

Your email address will not be published.