সমাজের আলো : কলারোয়া উপজেলা ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্রসংঘের উদ্যোগে ৫১৩ জন এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৮ই ফেব্রুয়ারি) সকালে সরকারি জিকেএমকে পাইলট হাই স্কুল মাঠে ওই কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সাবেক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-তালা-কলারোয়া সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, শিক্ষাগুরু সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ এম এ ফারুক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক জাফর উল্লাহ কাজল, খুলনা মেডিকেল কলেজের ক্যান্সর বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ার হোসেন,কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-প্রিমিয়ার ছাত্র সংঘ প্রধান উপদেষ্টা এস এম আলতাফ হোসেন লাল্টু। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজাউল ইসলাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, বাংলাদেশ ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান চান্দু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, আবাসিক মেডিকেল অফিসার সাতক্ষীরা মেডিকেল কলেজের ডাক্তার রাসেদুজ্জামান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী প্রমুখ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সংগঠনের সভাপতি আফজাল হোসেন ফুয়াদ অভি ও সম্পাদক ইমরান হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী-অভিভাবক ও সুশীল সমাজ এবং সুধীজন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *