সমাজের আলো : ইয়াবা ফেনসিডিলে সয়লাব হয়েগেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা। বেপরোয়া হয়ে উঠেছে উপজেলার একাধিক সংঘবদ্ধ শক্তিশালী মাদক চোরাচালান চক্র। আর মাদকাসক্তে জড়িয়ে পড়ছে স্কুল কলেজের বহু শিক্ষার্থী তরুণ, যুবক। প্রতিদিনই বাড়ছে মাদকাসক্তের সংখ্যা।

একাধিক সূত্র জানিয়েছে, কালীগঞ্জ উপজেলা সদর ও আসপাশের এলাকায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদে সয়লাব হয়েগেছে। অলিগলিতে হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদকদ্রব্য।
সূত্রে আরও জানাযায়, সাতক্ষীরার কালীগঞ্জের বসন্তপুর, ধলবাড়িয়া, ভাড়াশিমলা, কুলপুতা ও উসকা সীমান্তদিয়ে ভারত থেকে চোরা পথে আসা ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ সব ধরনের মাদকদ্রব্য উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নির্বিঘ্নে সরবরাহ করছে কয়েকটি চোরাচালান চক্র। কালীগঞ্জ উপজেলার চিহ্নিত প্রভাবশালী চোরাকারবারিরা হলেন বসন্তপুর এলাকায় আবু তালেব, চোর সিরাজুল, নলতা কদমতলা এলাকার কটিপতি জোহুর, খানজিয়া এলাকার কালা সিদ্দিক, পশ্চিম শিহারার আছাদুল, নজরুল, গান্দুলিয়ার সালাম, লিটন, বাঁশঝারিয়া এলাকার আজিজ, জালাল, ভাডাশিমলার ফারুক, চাকদা এলাকার লক্ষন মোন্ডল এর ছেলে প্রভাস, পাওখালি ফুলতলার খোকন এরা সবাই চিহ্নিত প্রভাবশালী সংঘবদ্ধ মাদক চোরাকারবারি। তাদের প্রত্যেকের নামে একাধিক মাদকের মামলাও রয়েছে।
কালীগঞ্জের একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরোয়া করেনা। তারা রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসনের তালিকা ভুক্ত মাদক চোরাকারবারি হয়েও রাজনৈতিক, সাংবাদিক ও আইনপ্রয়োগকারী সংস্থার কিছু অসাধু সদস্যের ছত্রছায়ায় নির্বিঘ্নে তাদের কারবার চালিয়ে আসছে বহুদিন ধরে।




Leave a Reply

Your email address will not be published.