সমাজের আলো : সাবেক জামাইয়ের হাতে খুন হয়েছে শাশুড়ি ।ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার চনকা গ্রামে। আজ সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ির মৃত হয় ।নিহতের নাম মোমেনা খাতূন (৫০}। তিনি ছনকা গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।পুলিশ বলছে সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের গোলাম হোসেনের মেয়ে ফতেমা খাতুনের বিয়ে হয় একই উপজেলার পাইরাডাঙ্গা গ্রামের মতিনের সাথে ।সম্প্রতি স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় ।১৫ জুলাই রাত ১২ টার দিকে মতিন ছনকা গ্রামে যেয়ে তার আগের স্ত্রী ফতেমা ও শাশুড়ি মোমেনা খাতুনকে চুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় । আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয় । আজ ভোরে মোমেনা খাতুনের মৃত্যু হয় ।

