সাতক্ষীরার চোরাকারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা প্রভাব খাটিয়ে তাদের অবৈধ অর্থের জোরে দিন’কে রাত আর রাত’কে দিন করার চেষ্টা করছে। চোরাকারবার যেনো তাদের বৈধ ব্যাবসা।
দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্ত জেলা সাতক্ষীরা। এ জেলার ৩৩৮ কিঃ মিঃ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত। এসব সীমান্তের চোরাপথ দিয়ে অবাধে প্রবেশ করছে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অবৈধ মালামাল। বিনিময়ে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে যাচ্ছে স্বর্ণ, হিরাসহ মূল্যবান সব ধাতব সামগ্রী। সাথে সাথে সীমান্ত এলাকায় চলছে রমরমা অবৈধ অর্থের করাবার হুন্ডি ব্যবসা। আর জেলা জুড়ে গোড়ে উঠেছে ছোট বড়ো বহু শক্তিশালী চোরাচালান চক্র। এসব সঙ্ঘবদ্ধ চক্রগুলোর সাথে জড়িত ব্যক্তিরা অঢেল অবৈধ অর্থ সম্পদের মালিক হয়েছেন। কেউ অবৈধ অর্থের বিনিময়ে সরকার দলীয় রাজনৈতিক দলে নাম লিখিয়েছিলেন। কেউবা জনপ্রতিনিধি হয়েছেন। আবার কেউ জেলার শীর্ষ স্থানীয় দলীয় নেতার ছত্রছায়ায় তাদের অবৈধ চোরাকারবার চালিয়ে আসছেন। চোরাকারবার তাদের কাছে যেনো বৈধ ব্যাবসায় পরিণত হয়েছে। আইনকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে বহুদিন ধরে তারা এই অবৈধ চোরাকারবার করে শত শত কোটি টাকা ও সম্পদের মালিক হয়েছেন। তারা এতোটা শক্তিশালী, প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায়না। অবৈধ অর্থের বিনিময়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সুসম্পর্ক রেখে তারা তাদের অবৈধ কারবার পরিচালনা করে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যে-সব কর্মকর্তা কর্মচারীরা তাদের অবৈধ কারবারে বাঁধা সৃষ্টি করে তাদেরকে সরিয়ে দেওয়াহয় অবৈধ অর্থ ও প্রভাব খাটিয়ে।
যেমনটি ঘটেছে সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সাথে। দেশের শীর্ষ চোরাকারবারি ও স্বর্ণের চালান ছিনতাইকারী সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার শেখ মোশারফ হোসেনের ছেলে শফিউল্লাহ মনি ওরফে গোল্ড মনি’র স্বর্ণ চোরাকারবার ও ছিনতাই কাজে বাঁধা হয়ে দাড়ান এসপি কাজী মনিরুজ্জামান।
গত ৬ মার্চ রাত সাড়ে দশটার দিকে কলারোয়া থানার সাতক্ষীরা-যশোর হাইওয়ে রাস্তার ওপর পুলিশ চেকপোস্টে ডিউটি করছিল। সেদিন ইলিশপুর গ্রামের কোটার মোড়ে সাতক্ষীরা-যশোর হাইওয়ে পাঁকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত মনি। এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। ঘটনাস্থল ঘেরাও করলে ডাকাত দলের সদস্যদের মধ্যে শেখ শফিউল্লাহ মনি ওরফে গোল্ড মনি পুলিশের দিকে গুলি করতে থাকেন। এরপর সে সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেছে। পরে এ ঘটনায় গোল্ড মনির বিরুদ্ধে কলারোয়া থানায় ওই দিনই ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়।
এদিকে ডাকাতির প্রস্তুতির ঘটনাস্থল হতে আটক মনিরের সহযোগী আদালতে জবানবন্দী প্রদান করেন। যেখানে তারা তাদের সর্দার হিসাবে গোল্ড মনিকে চিহ্নিত করে তার নাম ঠিকানা প্রকাশ করে। এর পর পুলিশ শফিউল্লাহ মনি ওরফে গোল্ড মনি কে গ্রেফতার করার জন্য দেশব্যাপি রেডএ্যালার্ট জারি করে। এছাড়া মনিকে গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করেন। এরপরই মনি পালিয়ে থেকে বিএনপি দলীয় কেন্দ্রীয় নেতাদের সহযোগিতায় পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা এসপি-কে সরাতে চোরাকারবারিরা যৌথ মিশনে নেমেছে। তারা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বিভিন্ন পত্রপত্রিকায় ও টেলিভিশন চ্যানেলে সাতক্ষীরা জেলা পুলিশ ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর নামে সোনা লুটের নাটক সাজিয়ে একের পর এক মিথ্যা সংবাদ প্রকাশ করছে। এমনকি পুলিশ সদরদপ্তরেও অভিযোগ করেছে এসপির নামে। তাহলে বুঝতে হবে একজন চিহ্নিত মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাকারবারি ১০ মামলার আসামি মনি কতটা বেপরোয়া, সাতক্ষীরার চোরাকারবারিরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে।
এদিকে পুলিশ এখনো এই বেপরোয়া চোরাকারবারি মনি’কে ধরতে পারেনি। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শফিউল্লাহ মনি ওরফে গোল্ড মনি’কে ধরতে পুলিশ কাজ করছে। —————




Leave a Reply

Your email address will not be published.