সমাজের আলো : সাতক্ষীরার তালায় আদালতের নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল করার লক্ষ্যে মারপিট, খুন জখমসহ বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার জাতপুর গ্রামের শের আলী বিশ^াসের পুত্র ভুক্ত ভোগী সবুর আলী বিশ্বাস।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন দরিদ্র অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী। তালার জাতপুর মৌজার এস এ ১নং খতিয়ানে ৩৭১ দাগের .৩৯ একর খাস সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। উক্ত সম্পত্তি ১নং খাস খতিয়ানে লিখিত ৩৭১ দাগের ৩৯ একর ভূমি হাল মালেক বাংলাদেশ সরকারের খাস খতিয়ানভুক্ত। সরকারি নীতিমালা অনুযায়ী সরকারের পক্ষ থেকে বন্দোবস্ত প্রদানের ঘোষণা করলে আমি উক্ত সম্পত্তি আব্দুল জব্বারের কাছ থেকে ক্রয় করে বসবাস করে আসছি। অতিকষ্টে সেখানে বসবাসের জন্য পাকাঘর নির্মাণ করে স্ত্রী-সন্তান নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। ১৯৮১ সাল থেকে এখনো পর্যন্ত উক্ত সম্পত্তি আমার দখলে রয়েছে। কিন্তু একই এলাকার মৃত. সোনাই বিশ্বাসের পুত্র আফাজ উদ্দীন বিশ্বাস উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এর জের ধরে নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও করিয়েছে আফাজ উদ্দীন। কোন অপরাধ না করেও মিথ্যা মামলার দায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি।

এরপর আমি আদালতে ১৪৫ ধারায় প্রতিকার চেয়ে আবেদন করলে আদালতে সেখানে নিষেধাজ্ঞা জারি করেন। এতে আফাজ উদ্দিন ক্ষিপ্ত হয়ে তারা ভাড়াটিয়া বাহিনী নিয়ে প্রতিরাতে উক্ত সম্পত্তিতে প্রবেশ করে বাঁশ খুটি পুতে উল্টো আমাদের বিরুদ্ধে অপ্রচার চালায়। এছাড়া আমার বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে, ভাড়াটিয়া বাহিনী দিয়ে মারপিট, বাড়িঘর ভাংচুরসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে এই আফাজ উদ্দীন। তিনি আরো বলেন, আফাজ উদ্দীন কৌশলে আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে সর্বশান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আফাজ উদ্দীন অর্থশালী এবং প্রভাবশালী হওয়ায় আমি দিশেহারা হয়ে পড়েছি, চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় আফাজ উদ্দীনের কবল থেকে তার দখলীয় সম্পত্তি রক্ষা ও মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.