সমাজের আলো : ফেসবুকে স্টাট্যাস লিখে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে নদী বিশ্বাস (১৫)নামে নবম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী। বুধবার (৭ফোব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া গ্রাম থেকে তার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে পুলিশ। নদী বিশ্বাস একই এলাকার কার্তিক বিশ্বাসের মেয়ে ও জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। অভিযুক্ত উজ্জ্বল পার্শবর্তী এলাকার অমল বিশ্বাসের ছেলে। এর আগে ” আমার মৃত্যুর জন্য অমল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস দায়ী” বলে ফেসবুকে স্টাট্যাস দেয় ওই স্কুলছাত্রী । বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে ডিষ্টাব করত উজ্জল বিশ্বাস নামে এক বাকাটে যুবক। বুধবার সকালে তার সাথে মুঠোফোনে কথা কাটাকাটি হয় উজ্জ্বলের। এরপর ফেসবুকে স্টাট্যাস দিয়ে সবার অজান্তে নিজ ঘরে আড়ার সাথে গলায় ওরনা পেঁচিয়ে আত্মহননের ঘটনা ঘটায় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে । এঘটনায় আত্মহত্যার প্রচোরনায় অভিযোগে এনে একটি মামলা থানায় প্রক্রিয়াধীন রয়েছে।অভিযুক্ত উজ্জ্বলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *