রাকিবুল হাসান : সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক ও সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি কে ফেসবুকে হত্যার হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পক্ষ থেকে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় শ্যামনগর বাসস্ট্যান্ড সিটি সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা নারী ও শিশু কোটের পিপি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ‍্যাডঃ জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।উল্লেখ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক এবং সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে একটি ফেসবুক থেকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। গত বুধবার সকালে দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইফসুফ হোসেন (২১)।জানা গেছে মনিরুল ইসলাম স্থানীয় একটি মসজিদের ঈমাম ও জামায়াত-শিবির রাজনীতির সঙ্গে জড়িত এবং তার ছেলে ইউসুফ হোসেন মাদকাসক্ত।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, “আজরায়ি জান নেই” নামক ফেসবুক আইডি থেকে গত ৮ আগষ্ট রোববার দুই সংসদ সদস্যকে মাথা কেটে দিতে পারলে কোটি টাকার পুরষ্কার ঘোষনা করা হবে বলে পোষ্ট দেয়া হয়। পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘‘কালিমা মা’’ ফেসবুক আইডি খুলে আবারও একই ভাবে হুমকি দেয়া হয়। এ ঘটনায় জেলা ব্যাপী তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে কাজ শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মনিরুল ও তার ছেলে ইউসুফকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৮ টি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, তিনটি মেমোরি কার্ড, একটি ক্যামেরাযুক্ত ডিজিটাল ঘড়ি ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।

এ ঘটনায় হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাতক্ষীরা জেলা পুলিশের দায়িত্বশীল ভূমিকার অভিনন্দন জানিয়ে শুক্রবার সকালে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবীর, যুবলীগ নেতা শেখ আহসানুর রহমান, আলহাজ্ব হারুনুর রশিদ, তাঁতিলীগ নেতা গাজী আশরাফ আলী, শ্রমিক লীগ নেতা আবদুল মাজেদ মোল্লা, পলাশ খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।ছবির ক্যাপশন:সাতক্ষীরার দুই এমপি কে হত্যার হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সদর চেয়ারম্যান এ‍্যাডঃ জহুরুল হায়দার বাবু।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *