সমাজের আলো : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যানের সাথে দেবহাটায় উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্তদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ৪ টায় পারুলিয়াস্থ সীমান্ত কারিগরি প্রশিক্ষণে বেসরারি সংস্থা উত্তরণের আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সেইপ প্রকল্পের সুবিধাভোগীদের এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উত্তরণের এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলামের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থনীতিবিদ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফে’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দীন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরণের প্রেগ্রাম ম্যানেজার মোঃ আব্দুল কাইউম আজাদ।

এসময় ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)’ প্রকল্পের আওতায় অটোমোবাইল, ওয়েল্ডিং ও ফ্যাশন গার্মেন্টস-এই ট্রেডের আওতায় প্রশিক্ষণ সম্পন্নকারী সফল যুবরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ডিআরআরএ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, উপদেষ্টা সপ্না রেজা, উত্তরণের দেবহাটা ব্রাঞ্চ ম্যানেজার শফিকুল ইসলাম, উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেসিন কবির, জব প্লেসমেন্ট অফিসার জাহিদুল আহছান, উত্তরণের বিভিন্ন ব্যাঞ্চের ম্যানেজারগন, সকল ট্রেডের শিক্ষক, উপকারভোগী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.