শ্যামনগর প্রতিনিধি :সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দর বনে ফাঁস দিয়ে হরিণ শিকার করে হরিণের মাংস বিক্রি করার অপরাধে শিকারী বাবু সরদার ও জুব্বারকে ১৪ কেজি মাংস সহ হাতেনাতে আটক করলেও বাবু সরদারকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। অপরদিকে জুব্বারকে ৬ কেজি মাংসসহ চালান দেয়া হয়েছে। এলাকাবাসী জানায় শনিবার আনুমানিক রাত ১২ টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোবারক হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথমে মির গাং গ্রামের স্যালেন্ডার কৃত ডাকাত মামুদুলের শশুর বাবু সরদার কে ৬ কেজি মাংস সহ আটক করে। পরে বাবু সরদারের দেয়া তথ্য মতে জুব্বার কে ঘর থেকে ডেকে বের করে তার ঘর তল্লাশি করে ৭ কেজি হরিণের মাংস উদ্ধার করে । দুজনের কাছ থেকে ১৪ কেজি মাংস উদ্ধার হলেও জুব্বারকে ৬ কেজি মাংসসহ চালান দেন। গ্রামের নজরুল গাজীর পুত্র জলদস্যু মামুদুল, মিরগাং গ্রামের সুজদ্দির পুত্র জব্বার গাজী ও আজিজ মিস্ত্রির পুত্র আদম মিস্ত্রি, ছোট ভেটখালী গ্রামের ইসমাইল গাজীর পুত্র নওসের ও মিরগাং গ্রামের মরাগাং ফরেষ্টের অফিস সংলগ্ন জুব্বার গাজীর পুত্র ইউনুচ গাজী একই নৌকায় সুন্দর বনে যায় হরিণ শিকারের জন্য। তারা প্রতি গোনে ভাটিঘায় পাশ ছাড়া অবৈধ্য চুক্তিতে সুন্দর বনে হরিণ শিকার করে।সূত্রমতে মিরগাং টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃশাহদাৎ হোসেনের সংগে গোপন চুক্তির মাধ্যমে দালাল রাশেদ ইউনুচ ও আদমকে ছাড়িয়ে রাখে। জুব্বারের তদবির করার মত কেও না থাকায় তাকে ৬কেজি মাংস দিয়ে জেল হাজতে পাঠানো হয়। এ দিকে নাম প্রকাশে অনিছুক মীরগাং গ্রামের এক ব্যক্তি বলেন মরাগাং টহল ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা কি ভাবে পাশ ছাড়া চুক্তিতে অভায়রন্য এলাকায় পাঠায় তাদের, এই হরিন শিকারীদের ধরে জিজ্ঞাসা করা হলে সঠিক তথ্য বেরিয়ে আসবে মনে করেন এলাকাবাসী ।এই হরিন শিকারীদের গ্রেফতার পূর্বক তদন্ত করলে সঠিক তথ্য বের হয়ে আসবে। এব্যপারে বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।উল্লেখ্য গত ৩ জুলাই সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের শ্যামনগর উপজেলায় এই নাটকীয় ঘটনা ঘটে।




Leave a Reply

Your email address will not be published.