সমাজের আলো: সাতক্ষীরের বল্লী মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের নবম শ্রেণির ছাত্রীর গোপনে বাল্যবিয়ের আয়োজন ছিল শুক্রবার গভীর রাতে! তথ্য পেয়ে, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা তাৎক্ষণিক সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অবহিত করেন। তিনি রাত ১০টার দিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ওসিসি’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক ও সংশ্লিষ্ট বল্লী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ মনিরুজ্জামান মধুকে নিয়ে ঐ ছাত্রীদের বাড়িতে যান, গিয়ে দেখেন; বর ও তার দুজন আত্মীয় নিয়ে কন্যার বাড়ীতে এসেছে। শুক্রবার গভীর রাতে কন্যাকে জেলার কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের ষষ্ঠী মণ্ডলের ছেলে দশম শ্রেণি পাশ মাছ ব্যবসায়ী অসিত মণ্ডলের সাথে বাল্যবিয়ের গোপন আয়োজন করে। এসময়ে; মেয়ের জন্ম সনদ দেখেন, তার বয়স ১৪ বছর ৬ মাস। তখন ঐ ছাত্রীর মা–বাবা ও ছেলে(বর)কে বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে অবহিত করেন। সার্বিক জানা-বুঝার পর ছাত্রীর বাবা শ্রী লক্ষ্মী পদ মণ্ডল তাদের মেয়েকে ১৮ বছর বয়স পূর্ণের আগে বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় এবং ছেলের থেকে মুচলেকা নিয়ে তার নিজ বাড়ীতে ফেরত পাঠানো হয়।




Leave a Reply

Your email address will not be published.