রবিউল ইসলামঃ আগামী ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ গ্রহন করবেন বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। ২৭ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি তীর্থস্থান পরিদর্শন করবেন বলে কথা বার্তা চলছে রাজনৈতিক মহলে। ইতোমধ্যে নরেন্দ্র মোদির অগ্রবর্তী নিরাপত্তা দল ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের কয়েকটি তীর্থস্থান পরিদর্শন ও প্রাথমিক ভাবে বাছাই করেছে। এসব তীর্থ স্থানের মধ্যে অন্যতম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের ‘যশোরেশ্বরী শক্তিপীঠ এ উপলক্ষে দিল্লি থেকে উড়ে আসা মোদির নিরাপত্তা দলের সদস্যরা চলতি মাসে সাতক্ষীরার শ্যামনগর সরজমিন ঘুরে দেখেছেন। মন্দিরের অবকাঠামো, যাতায়াত পথ, নিরাপত্তাসহ সবকিছু পর্যবেক্ষণ করে গেছেন তারা। বর্তমানে এখানে প্রশাসনের সর্বস্তরের উর্ধতন কর্মকর্তা বা বাহিনীর প্রধান সহ সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে। তবে সাতক্ষীরার শ্যামনগরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখন পৌছাবেন তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সর্বসাধারণের মাঝে। শোনা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৭শে মার্চ সকাল দশটার দিকে পৌঁছাতে পারেন। এবং এখানে বিশ মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশ্য রওনা দিবেন। একটি সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত যশোরেশ্বরী কালীমন্দিরে আসার আগ্রহ বেশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগ্রহ মতেই এখন সার্বিক প্রস্তুতি- কর্ম শুরু হয়েছে অনেক দিন ধরে। তবে শেষ পর্যন্ত আসবে কিনা সেই সব ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছু বলা না গেলেও। প্রশাসনের কর্মতৎপরতায় বলে দিচ্ছেন তিনি আসবেন। তার আগমন উপলক্ষে সাজ সাজ রব লক্ষ্য করা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *